মধুর সঙ্গে অ্যাভোকাডো পেস্ট মিশিয়ে মাখলে ত্বক হয় সতেজ এবং উজ্জ্বল

Published by: ABP Ananda

বেসন এবং দইয়ের মিশ্রণে স্কিন টোন বাড়বে, ত্বক হবে সফট

Published by: ABP Ananda

ভিটমিনে ভরপুর হওয়ায় ত্বক সতেজ রাখে কলা, মধু ভেতর থেকে ত্বককে করে ময়শ্চারাইজ

Published by: ABP Ananda

শসা এবং অ্যালোভেরার রস ত্বককে সতেজ রাখে, প্রদাহ দূর করে এবং প্রাকৃতিক ময়শ্চারাইজারের কাজ করে

Published by: ABP Ananda

চিনি গুঁড়ো করে তার সঙ্গে মেশান নারকেল, স্ক্রাবার তো বটেই ফেস প্যাক হিসেবেও করা যাবে ব্যবহার

Published by: ABP Ananda

দুধ এবং হলুদ মিশিয়ে নিন, এরপর তার সঙ্গে আটা বা বেসন মিশিয়ে ফেস প্যাক হিসেবে ব্যবহার করুন

Published by: ABP Ananda

মুলতানি মাটি এবং দই মিশিয়ে ফেসপ্যাক তৈরি করতে পারেন, এতে ময়শ্চারাইজ থাকবে ত্বক

Published by: ABP Ananda

ফোলাভাব দূর করে ত্বক টানটান করে কফি, ত্বক থাকে সুস্থ

Published by: ABP Ananda

তুলসী এবং নিম বেটে নিন, অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত দুই পাতা ত্বকের একাধিক সমস্যা দূর করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda