অ্যালার্জি অত্যন্ত সাধারণ বিষয়, ঋতু পরিবর্তন হোক বা কোনও খাবার থেকেও অ্যালার্জি হতে পারে
Published by: ABP Ananda
January 22, 2025
কখনও ব়্যাশ কখনও আবার সর্দি কাশি হতে পারে, তবে ঘরোয়া উপায়ে এই অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখা সম্ভব
Published by: ABP Ananda
January 22, 2025
যাঁদের অ্যালার্জি সমস্যা আছে তাঁরা প্রতিদিন সকালে এক চামচ মধু খেতে পারেন
Published by: ABP Ananda
January 22, 2025
অ্যালার্জি থেকে হাঁচি হলে নাক পরিষ্কার করার জন্য এক হাত দিয়ে নাকের এক পাশ বন্ধ করে আরেক পাশ দিয়ে জল টানুন
Published by: ABP Ananda
January 22, 2025
আপেল, পেঁয়াজ, বেরিতে উপস্থিত কোয়ারসেটিন অ্যালার্জি নিয়ন্ত্রণে রাখতে পারে
Published by: ABP Ananda
January 22, 2025
অ্যালার্জির কারণে যদি ঠান্ডা লাগে তাহলে তাহলে স্টিম নেওয়া যায়, তাতে পিপারমিন্ট বা ইউক্যালিপটাস তেল মেশালে ভাল ফল মিলবে
Published by: ABP Ananda
January 22, 2025
অ্যালার্জি কারণে ত্বক লাল হয়ে যায়, ব়্যাশ হয়, তাই লাগাতে পারেন বরফ
Published by: ABP Ananda
January 22, 2025
প্রতিদিন খেতে হবে প্রবায়োটিক, যেমন দই খেলে নিয়ন্ত্রণে থাকবে অ্যালার্জি
Published by: ABP Ananda
January 22, 2025
গ্রিন টির গুণে নাক দিয়ে সর্দি পড়া বন্ধ হতে পারে, অ্যালার্জি কমাতে দিনে দুবার পান করতে পারেন
Published by: ABP Ananda
January 22, 2025
ত্বকের অ্যালার্জি কমাতে খুব সাবধানে ব্যবহার করতে হবে ক্রিম, তেল, এক্ষেত্রে কার্যকরী হতে পারে অ্যালোভেরা এবং নিম
Published by: ABP Ananda
January 22, 2025
ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।