চোখের উপর চাপ পড়লে চোখের অংশ ফুলে যাওয়া স্বাভাবিক, ঘরোয়া পদ্ধতিতে এর সমাধানও সম্ভব

Published by: ABP Ananda

গোলাপ জলে শসার নির্যাস মিশিয়ে ২০ মিনিট চোখের চারপাশে মেখে রাখুন, শুকিয়ে গেলে ধুয়ে নিন

Published by: ABP Ananda

বলিরেখা, ডার্ক সার্কেল সহ চোখের নিচে ফোলা ভাব কমাতে পারে অ্যালোভেরার নির্যাস

Published by: ABP Ananda

গাজরের রস বের করে তাতে মেশান অ্যালোভেরা, এবার ওই মিশ্রণ চোখের চারপাশে লাগিয়ে নিন

Published by: ABP Ananda

পাতিলেবু এবং হলুদের মিশ্রণ চোখের নিচের অংশের চামড়াকে টানটান রাখে

Published by: ABP Ananda

আলু ও পুদিনার মিশ্রণে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এই মিশ্রণ কোলাজেন উৎপাদনে সাহায্য করে

Published by: ABP Ananda

কফি পাউডারের সঙ্গে ভিটামিন E ওয়েল মিশিয়ে চোখের নিচে লাগিয়ে রাখুন, হালকা হাতে মাসাজ

Published by: ABP Ananda

ডিমের সাদা অংশের সঙ্গে কফি মিশিয়ে পেস্ট করে নিন, প্যাক হিসেবে চোখের নিচে লাগান

Published by: ABP Ananda

দই ফেটিয়ে চোখের নিচে দিয়ে দিন, হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলুন

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda