ফ্রিজ পরিষ্কার করার জন্য প্রথমে তার ভিতরে থাকা সমস্ত কিছু বের করে নিন।(:ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্রিজ খালি করার পর সেটিকে অফ করে ইলেকট্রিক বোর্ড থেকে খুলে নিন প্লাগ। (ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্রিজ পরিষ্কার করার বেশ কয়েক ঘণ্টা আগে সেটি বন্ধ করে দিন। এতে ভেতরে জমা সমস্ত বরফ গলে যাবে।(ছবি সৌজন্য-পিক্সাবে)

সমস্ত গরম বের করে নেওয়ার পর একটি পরিষ্কার ও শুকনো কাপড় দিয়ে ফ্রিজের ভেতরের সমস্ত অংশ ভালো করে পুঁছে নিন। ভেজা ভাব যেন কোন ভাবে না থাকে।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্রিজের নোংরা হয়ে যাওয়া হ্যান্ডেল ও দরজা পরিষ্কারের জন্য ভিনিগারের সাহায্য নিন। একে মিশিয়ে নিয়ে খুব অল্প পরিমাণ লিকুইড ডিশওয়াশার।( ছবি সৌজন্য-পিক্সাবে)

ভিনিগার ও ডিশওয়াশার ভালো করে মিশিয়ে নেওয়ার ফ্রিজের হ্যান্ডেল ও দরজা ভালো করে পরিষ্কার করুন।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্রিজে থাকা দাগ পরিষ্কারের জন ব্যবহার করে পারেন বেকিং সোডাও। দু থেকে তিন চামচ বেকিং সোডার সঙ্গে কিছুটা সাদা ভিনিগার মিশিয়ে পেষ্ট করুন।(ছবি সৌজন্য-পিক্সাবে)

এই পেষ্ট তৈরির হওয়ার পর ফ্রিজের যে অংশগুলিতে দাগ রয়েছে সেখানে কিছুক্ষণ লাগিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিন।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্রিজ পরিষ্কার করতে লিকুইট ডিটারজেন্ট ও গরম জল ব্যবহার করতে পারে। এটিতে ভালোভাবে পরিষ্কার কাপড়ে ভিজিয়ে ফ্রিজের সমস্ত ড্রয়ার ও ট্রে পরিষ্কার করে নিন।(ছবি সৌজন্য-পিক্সাবে)

ফ্রিজের ভেতরের দুর্গন্ধ দূর করার জন্য একটি কৌটাতে কমলালেবুর খোসা ছাড়িয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন। কাজে আসবে।(ছবি সৌজন্য-পিক্সাবে)