ঘরের মধ্যে হাওয়া চলাচলের পর্যাপ্ত ব্যবস্থা রাখুন। ঘরের মেঝে একটু জল জল রেখে মুছুন। এতে জল বাষ্পীভূত হতে প্রয়োজনীয় তাপ মেঝে থেকে সংগ্রহ করবে। ফলে দ্রুত ঠান্ডা হবে মেঝে। ঘরের মধ্যে তাপমাত্রা বাড়িয়ে দেওয়ার মতো অনেক যন্ত্রপাতি থাকে। প্রয়োজন না হলে এগুলি বন্ধ রাখুন। জানালা দিয়ে অনেকটা তাপ আসে ঘরে। তাই জানালা দুপুর বারোটা বাজার আগেই বন্ধ করুন। ঘরে তাপপ্রবাহ আটকাতে পর্দা দিয়ে রাখুন। ডিসক্লেইমার: এটি পরামর্শস্বরূপ। মেনে চলার আগে বিশেষজ্ঞের মত নিন।