গরমে পায়ে ফোস্কা এড়াতে সঠিক মাপের জুতো বাছুন। জুতোর সুকতলা যাতে খুব শক্ত না হয়। পায়ের কোথায় কোথায় ফোস্কা পরে আগে দেখে নিন। জুতো পরার আগে সেই অংশে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে নিন। মোজা পরলে ফোস্কার সমস্যা অনেকটাই কমে। অ্যালোভেরা জেল লাগালেও একই উপকার পাবেন। নারকেল তেল লাগাতে পারেন ওই অংশে। ফোস্কার জ্বালাপোড়া থেকে পাকে বাঁচানোর খুব সহজ উপায় হলুদ। এছাড়া বরফ লাগালেও ফোস্কার জ্বালা কমে। ডিসক্লেইমার: এটি পরামর্শস্বরূপ । মেনে চলার আগে বিশেষজ্ঞের মত নিন।