ডেটে যাওয়ার প্রস্তাবে
হ্যাঁ বলে দিয়েছেন


কিন্তু তার পর থেকেই
যুদ্ধ চলছে মনের সঙ্গে


মন না চাইলে, না যাওয়াই উচিত,
সেটা সামনের জনকে জানিয়ে দেওয়া ভাল


শেষ মুহূর্ত পর্যন্ত ঝুলিয়ে না রেখে
সময় থাকতে জানিয়ে দিন


নির্ধারিত দিনের পরিবর্তে
অন্য দিন হলে তাও জানান


দিনের দিন যদি ডেট বাতিল করেন,
মন থেকে ক্ষমা চান, অসুবিধার কথা জানান


কোথাও যে একটা খটকা লাগছে,
ঠিক মনে হচ্ছে না, তা স্পষ্ট জানানো উচিত


শুধুমাত্র সামনের জনের মন রাখতে
নিজেকে জোর করা উচিত নয়


নিরাপদ মনে না হলে বেশি
ব্যাখ্যা না করে ভদ্রভাবেই সরে আসুন


সিদ্ধান্ত বদল হতেই পারে,
অপরাধ বোধে ভুগবেন না
ভালমন্দ ভেবে সিদ্ধান্ত নিন, প্রয়োজনে পরামর্শ নিন অন্যের