জিম থেকে ফিরে কতক্ষণ পর স্নান করা উচিত ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

এখনকার দিনে বহু মানুষই ফিট থাকতে জিমে যান।

Image Source: Freepik

ওয়ার্ক আউটের কারণে শরীরের তাপমাত্রা বেড়ে যায়।

Image Source: Freepik

তবে জিম করে বাড়ি এসেই সঙ্গে সঙ্গে স্নান সেরে নেওয়া উচিত নয়।

Image Source: Freepik

সঙ্গে সঙ্গে স্নান করলে ঠাণ্ডা লেগে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Image Source: Freepik

তবে জিম শেষের ঠিক কতক্ষণ পর স্নান করা উচিত ?

Image Source: Freepik

সাধারণভাবে ওয়ার্ক আউটের ঠিক ৩০ মিনিট পরে স্নান সেরে নেওয়া উচিত।

Image Source: Freepik

এর জন্য শরীরের তাপমাত্রা স্বাভাবিক হওয়া দরকার।

Image Source: Freepik

ওয়ার্ক আউটের পর সঙ্গে সঙ্গে জামা-কাপড় বদলে নেওয়া দরকার।

Image Source: Freepik

ঘামের কাপড়-জামা থেকে সংক্রমণ বাড়তে পারে।

Image Source: Freepik