রূপচর্চায় কার্যকরী ভূমিকা পালন করে পাতিলেবু, তার অন্যতম কারণ, এতে রয়েছে ভিটামিন C

Published by: ABP Ananda

পাতিলেবুতে আছে ভিটামিন C, যা কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে ফলে চুলও বাড়ে দ্রুত

Published by: ABP Ananda

এতে আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান, স্ক্যাল্পে পাতিলেবুর রস ব্যবহারে চুল পড়ার সমস্যা দূর হয়

Published by: ABP Ananda

পাতিলেবুর অ্যাসিডিক উপাদান স্ক্যাল্প পরিষ্কার করতে সাহায্য করে, pH ব্যালেন্স রাখতেও সাহায্য রাখে

Published by: ABP Ananda

সাইট্রিক অ্যাসিড সমৃদ্ধ পাতিলেবু সেবামের মাত্রা নিয়ন্ত্রণ করে

Published by: ABP Ananda

প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে পাতিলেবু, যা সহজেই ত্বকে শুষে যায়

Published by: ABP Ananda

স্ক্যাল্পে যে অতিরিক্ত তেল রয়েছে তা কমাতে পারে পাতিলেবুর রস

Published by: ABP Ananda

স্ক্যাল্প থেকে নোংরা, ময়লা দূর হলে, চুলের স্বাস্থ্যও ভাল হয় তাতে ফল চুল হয় উজ্জ্বল

Published by: ABP Ananda

তবে পাতিলেবুর ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হবে, সরাসরি কখনই দেওয়া যাবে না চুলে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda