আখরোট খেলে অনেক উপকার পাবেন আপনি। প্রতিদিনই আখরোট খাওয়া যায়। কিন্তু কতটা পরিমাণে খাবেন?

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমন্ড কিংবা কিশমিশের মতো চাইলে আখরোটও জলে ভিজিয়ে খেতে পারেন। তবে বেশিরভাগ মানুষ না ভিজিয়েই আখরোট খেয়ে থাকেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

প্রতিদিন যাঁরা আখরোট খান, তাঁরা ৫টার বেশি আখরোট খাবেন না। তাহলে উপকারের পরিবর্তে শারীরিক সমস্যা বাড়তে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আমাদের স্বাস্থ্যের জন্য নানা কারণে ভাল আখরোট। তবে সবচেয়ে ভাল মস্তিষ্কের জন্য।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মস্তিষ্ক সজাগ এবং সক্রিয় রাখতে আখরোটের জুড়ি মেলা ভার। মগজাস্ত্রে শান দিতে তাই রোজ খেতে পারেন এই বাদাম।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আখরোট খেলে স্মৃতিশক্তি দুর্বল হবে না। বয়সের ভারেও আপনার স্মৃতিশক্তি দুর্বল হবে না, সজাগ থাকবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বয়স যাত বাড়ে মস্তিষ্কের কর্মক্ষমতা কমতে থাকে। আখরোট নিয়মিত খেলে অনেকদিন পর্যন্ত আপনার মস্তিষ্ক সঠিক ভাবে কাজ করবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

বয়সের ভারে ডিমেনশিয়া, অ্যালঝাইমার্স রোগ থাবা বসায়। অল্প বয়স থেকে নিয়মিত আখরোট খাওয়ার অভ্যাস থাকলে এইসব রোগ অনেকদিন পর্যন্ত এড়ানো সম্ভব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

অর্থাৎ এটা স্পষ্ট যে নিয়মিত আখরোট খেলে আপনার মস্তিষ্ক এবং স্মৃতিশক্তি, দুই-ই বয়সকালেও সক্রিয় ভাবে কাজ করবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

আখরোট খালি পেটে খেতে হবে এমন কোনও নিয়ম নেই। দিনের যেকোনও সময় খেলেই উপকার পাবেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels