শীতকালে দিনে কতটা জল খেতেই হবে ?

Published by: ABP Ananda
Image Source: Freepik

শীত পড়লেই কমে যায় জল খাওয়া।

Image Source: Freepik

আর জল কম খাওয়ার কারণে নানা সমস্যা দেখা দেয়।

Image Source: Freepik

নীরোগ জীবনের জন্য জল বাদ দিলে চলবে না।

Image Source: Freepik

জল কম খেলে মূত্র উৎপাদনও কমে যাবে।

Image Source: Freepik

সাধারণত দিনে ৩-৪ লিটার জল খাওয়া দরকার।

Image Source: Freepik

শীতেও এই মাত্রা মেনে চলতে হবে।

Image Source: Freepik

তবে ক্রনিক কিডনির রোগ থাকলে মেপে জল খেতে হবে।

Image Source: Freepik

শুধু জলই নয়, রসাল ফলও এই সময় অনেক উপকার দেয়।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik