মোদি একদিকে দেশ চালান, অন্যদিকে সতর্ক শরীর নিয়েও। নিজেকে ফিট রাখতে সজনে ডাঁটার পরোটা খান প্রধানমন্ত্রী। আজ্ঞে হ্যাঁ, অতীতে নিজেই এই কথা জানিয়েছিলেন মোদি। আমি নিজে এই পরোটা বানিয়ে খেয়েছি, বলেছিলেন মোদি। সপ্তাহে এক-দুবার মোদি এই পরোটা খান বলে জানিয়েছিলেন। সজনে ডাঁটার পরোটা আমাকে শক্তি জোগায়, দাবি প্রধানমন্ত্রীর। মূলত সজনে ডাঁটায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টি অক্সিডেন্ট। আমাদের শরীরকে সংক্রমণের হাত থেকে বাঁচিয়ে দেয়। এটি সর্দি-কাশি থেকে লড়াই করতে দ্রুত সাহায্য করে। ঋতু পরিবর্তনের সময় এই পরোটা শরীরের জন্য উপকারি।