আপনি কী খাচ্ছেন তার উপর আপনার দাঁতের স্বাস্থ্য নির্ভর করে।

Published by: ABP Ananda
Image Source: Freepik

মুখের ভিতরের স্বাস্থ্য ঠিক না থাকলে শরীরে রোগ-জ্বালা বাসা বাঁধবে।

Image Source: Freepik

তবে এই ৫ পানীয় দাঁতের ও মুখের ভিতরের স্বাস্থ্যের খেয়াল রাখবে।

Image Source: Freepik

নিয়মিত যথাযথ হারে জল খেতে হবে।

Image Source: Freepik

জল মুখের ভিতরের অনেক জীবাণু দূর করে।

Image Source: Freepik

সবজির রস যাতে কম শর্করা আছে, তাও এক্ষেত্রে কাজে দেয়।

Image Source: Freepik

এতে থাকে ভিটামিন বি, ক্যালশিয়াম ইত্যাদি উপাদান।

Image Source: Freepik

গ্রিন টি-ও এক অর্থে আমাদের লালা শোধন করে। দাঁতেরও যত্ন নেয়।

Image Source: Freepik

দুধে থাকে ক্যালশিয়াম, প্রোটিন যা দাঁতের গঠন মজবুত করে।

Image Source: Freepik

ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik