কতদিন অন্তর কাচবেন জিন্স? কীভাবে ধুলে টিকবে বেশিদিন? শীত-গ্রীষ্ম-বর্ষায় ভরসা জিন্সের ট্রাউজার। দীর্ঘদিন ধরে পরা যায় জিন্স। ব্যবহারেও সুবিধা, এমন অনেক কারণেই পছন্দের তালিকায় থাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করা যায়, নোংরা হয় না, টেকসই -এমন অনেক কারণে জিন্স জনপ্রিয় জিন্সের ট্রাউজার ধোয়ার বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। কতদিন অন্তর ধোয়া উচিত জিন্সের প্যান্ট? বিভিন্ন জিন্স প্রস্তুতকারক সংস্থার ওয়েবসাইট অনুযায়ী জিন্স যত কম ধোয়া যায় তত ভাল ঘন ঘন জিন্স ধুলে দ্রুত নষ্ট হয়ে যায় জিন্স এমনটাই বলা হয়েছে নানা জায়গায় বেশ অনেকবার পরার পরে জিন্স ধুলে ভাল। গরম জল ব্য়বহার করা উচিত না রোদে শুকনোর সময় উল্টে দিতে হবে। যাতে জিন্সের কাপড়ের উপরের দিকে সরাসরি রোদ না লাগে, তাহলে রং নষ্ট হতে পারে অতিরিক্ত জিন্স ধুলে প্রচুর জল খরচ হয়। সেক্ষেত্রে পরিবেশ বাঁচাতে যথাসম্ভব ব্যবহার করে তারপরেই ধোয়া উচিত।