বিনুনি করলে নাকি
লম্বা হয় চুল?


ছোট থেকেই এমনটা
শুনে আসছি আমরা


কিন্তু চুলের বৃদ্ধির
সঙ্গে বিনুনির যোগ নেই


বিনুনি করলে চুল
রক্ষা পায় অবশ্যই


খোলা চুলে
অতিবেগুনি রশ্মি পড়ে


ক্ষতিকর উপাদানের
সংস্পর্শে আসে খোলা চুল


বিনুনি তা থেকে
রক্ষা করে চুলকে


পাশাপাশি বিনুনিতে
জট পড়ে না চুলে


বিনুনি করলে চুল
বেশি ঘন দেখায়


তবে শক্ত বিনুনিতে
চুলের ক্ষতি হয়


স্ক্যাল্পের ন্যাচরাল
অয়েল নষ্ট হয়