পিরিয়ডস চলছে ? শ্যাম্পু করলে বাড়বে চুল পড়া ? পিরিয়ডসের সময় চুল পড়া নিয়ে একটা মিথ রয়েছে বহুকাল থেকে। অনেকেই মনে করেন এই সময় চুলে শ্যাম্পু করা ঠিক নয়। এতে নাকি চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায়। হালকা উষ্ণ জলে পিরিয়ডসের সময় স্নান করলে আরাম মেলে। কিন্তু চুল ধুলে কি সমস্যা হয় ? সত্যিটা আসলে কী ? বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন পিরিয়ডসের সঙ্গে চুল পড়ার কোনও সম্পর্ক নেই। এই সময় চুলে শ্যাম্পু করলে কোনও ক্ষতি হয় না। কোনও রকম সংক্রমণের ভয়ও থাকে না। আগেকার দিনে মহিলারা নদী-পুকুরে স্নান করতেন বলে এই কথার চল ছিল। ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।