সবসময় পরে থাকলে আংটিতে ময়লা জমে কিন্তু সোনার আংটি হলে যেমন তেমন করে ধোয়া যায় না এক্ষেত্রে যত্নবান হওয়া অত্যন্ত জরুরি একটি পাত্রে গরম জল নিন, লিকুইড সাবান যোগ করুন ওই সাবান-জলে ১০-৩০ মিনিট আংটি ডুবিয়ে রাখুন এর পর নরম ব্রাশ নিয়ে আলতো হাতে ঘষে নিন আংটি এর পর জলে ধুয়ে, নরম কাপড়ে মুছে নিন তবে জল বেশি গরম করবেন না যেন! শক্তহাতে বেশি ঘষবেনও না আংটি ক্লোরিনের সংস্পর্শে যেন না আসে দেখবেন