হেয়ার কালার মানেই বাজারজাত কেমিক্যাল যুক্ত রং

Published by: ABP Ananda

অনেক ক্ষেত্রেই তা ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ বিষয়

Published by: ABP Ananda

বিকল্প হিসেবে ব্যবহার করা যায় কফি, যা একেবারেই প্রাকৃতিক

Published by: ABP Ananda

চুল রং করার জন্য প্রয়োজন কফি পাউডার, কন্ডিশনার, বাটি এবং ব্রাশ

Published by: ABP Ananda

প্রথমে পরিমাণ মতো কফি এবং কন্ডিশনার একটা বাটিতে নিয়ে মেশাতে হবে

Published by: ABP Ananda

একেবারে ঘন একটা মিশ্রণ তৈরি করতে হবে, যাতে চুলের সঙ্গে মিশে যায়

Published by: ABP Ananda

প্রথমে শ্যাম্পু করে নিয়ে চুল মুছে নিতে হবে

Published by: ABP Ananda

এরপর ওই ভেজা চুলেই ভাগ ভাগ করে মিশ্রণ ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

আধ ঘণ্টা রেখে চুল ধুয়ে ফেলতে হবে, কখনই সঙ্গে সঙ্গে শ্যাম্পু করবেন না

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda