ত্বকের ধরন অনুযায়ী বিভিন্ন জিনিস ব্যবহার করলেও, বেশ কিছু জিনিস মুখে ব্যবহার করা যাবে না

Published by: ABP Ananda

বডি লোশন ফেস ক্রিমের তুলনায় অনেক বেশি ভারী হয়, মুখে ব্যবহার গ্রন্থিগুলি বন্ধ হয়ে যায়, ফলে ব্রণর সমস্যা দেখা দেয়

Published by: ABP Ananda

চিনি ব্যবহারে মুখের চামড়ায় অস্বস্তি হয়, ফলে লালভাব দেখা দেয় এমনকী ত্বক শুষ্কও হতে পারে

Published by: ABP Ananda

গরম জল দিয়ে মুখ ধুলে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় এবং ত্বকের স্বাভাবিক ময়শ্চার লেভেল নষ্ট হয়

Published by: ABP Ananda

ভিটামিন সি সমৃদ্ধ লেবুতে রয়েছে অ্যাসিডিক উপাদান, যা সরাসরি মুখে ব্যবহার করা যায় না

Published by: ABP Ananda

ব্ল্যাকহেডস দূর করতে অনেকেই পেস্ট ব্যবহার করেন, মুখে ব্যবহারে সংশ্লিষ্ট জায়গা পুড়ে যায়, এমনকী ব্রণও হতে পারে

Published by: ABP Ananda

অ্যালকালাইন উপাদান যুক্ত বেকিং সোডা ত্বকের pH-এর মাত্রা নষ্ট করে

Published by: ABP Ananda

তৈলাক্ত ত্বক যাঁদের তাঁরা নারকেল তেল মুখে ব্যবহার করলে গ্রন্থিগুলো বন্ধ হয়ে যায়, ফলে নোংরা-তেল জমে ব্রণ হতে পারে

Published by: ABP Ananda

ফেস প্যাক হিসেবে অনেকই মেয়োনিজ ব্যবহার করেন, অ্যাসিডিক বৈশিষ্ট্য থাকায় যা আসলে ত্বকের ক্ষতি করে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda