মাত্রা ছাড়া আসছে বিদ্যুতের বিল? কোন উপায়ে নিয়ন্ত্রণে আনবেন অতিরিক্ত খরচ? দেখে নেওয়া যাক

Published by: ABP Ananda
Image Source: pexels

বাড়তি বিদ্যুতের বিল আসা যে কোনও মধ্যবিত্ত পরিবারের একটি স্বাভাবিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে

Image Source: pexels

তবে কীভাবে এই বিল নিয়ন্ত্রণ করা যায়, তার জন্য রয়েছে কিছু টিপস। জেনে নেওয়া যাক।

Image Source: pexels

প্রথমেই বাড়ির যে অংশ ব্যবহার হচ্ছে না, সেই অংশের আলো-পাখা অযথা জ্বালিয়ে রাখবেন না। নিভিয়ে দিন।

Image Source: pexels

এসির তাপমাত্রা রাখুন ২৪ ডিগ্রি, সঙ্গে ফ্যান চালান। এতে ঘর তাড়াতাড়ি ঠাণ্ডা হবে, সঙ্গে বিদ্যুৎ ও বাঁচবে।

Image Source: pexels

সবসময় ফাইভ স্টার বা অন্তত ৪ স্টার যুক্ত ইলেকট্রনিক্স ডিভাইজ কিনুন। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়

Image Source: pexels

চেষ্টা করুন যেন ওয়াশিং মেশিন আর ডিশওয়াশারের মতো জিনিস যেন একসঙ্গে ব্যবহার না করা হয়। একটা একটা করে চালানো হয়

Image Source: pexels

সকাল বা রাতের দিকে ওয়াশিং মেশিন বা ডিশওয়াশার ব্যবহার করার চেষ্টা করুন। এতে বিদ্যুতের খরচ কম হয়

Image Source: pexels

অনেক সময় ইলেকট্রনিক্স সামগ্রী বহু বছর পুরনো হওয়ার কারণেও বিদ্যুতের বিল বেশি আসে

Image Source: pexels

চেষ্টা করুন বাড়িতে পুরনো ইলেকট্রনিক সামগ্রী থাকলে তা যত দ্রুত সম্ভব পরিবর্তন করা যায়

Image Source: pexels