ভেজাল পণ্যে ছেয়ে
গিয়েছে বাজার


রান্নাঘরের মশলাপাতিও
রয়েছে সেই তালিকায়


গোটা গোলমরিচেই
পেঁপের বীজ মিশছে


কিন্তু গোটা গোলমরিচ না
পেঁপের বীজ চিনবেন কী করে?


গ্লাসে জল নিন, তার মধ্যে
ফেলে দিন গোটা গোলমরিচ


গোলমরিচ বিশুদ্ধ হলে
তা জলের নীচেই থাকবে


পেঁপের বীজ হলে
জলের উপরে ভেসে উঠবে


পেঁপের দানা তুলনামূলক
মসৃণ হয় দেখতে


গোলমরিচ অসম্ভব ঝাল,
পেঁপের দানা কিন্তু ঝাল নয়


গোলমরিচ হাতের তালুতে ঘষুন,
ভেজাল হলে রং উঠবে
গুঁড়ো নয়, গোটা গোলমরিচ কিনুন