‘একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম…’ রজনীগন্ধা ফুল অচেনা নয়। রজনীগন্ধার সুগন্ধে ভোলেননি এমন মানুষ পাওয়া ভার



সৌন্দর্য, প্রেম ও পবিত্রতার প্রতীক হিসেবেও রজনীগন্ধাকে দেখা হয়।



এহেন রজনীগন্ধা শুধুমাত্র যে সৌন্দর্যে আপনাকে ভরিয়ে তোলে তাই নয়, খেয়াল রাখে স্বাস্থ্যেরও। দেখে নেওয়া যাক রজনীগন্ধা ফুলের ঔষধি গুণ



ত্বকজনিত সমস্যা বা স্ট্রেস, রজনীগন্ধা উপকারী ভূমিকা নেয়। যুগযুগ ধরে আয়ুর্বেদে রজনীগন্ধার গুরুত্ব অনেক



রজনীগন্ধা যৌন সম্পর্কিত নানা রোগের (STE) চিকিৎসায় কাজে লাগে। যেমন রজনীগন্ধার বিশেষ অংশ গনোরিয়ার চিকিৎসায় কার্যকরী ভূমিকা নেয়



শুধু তাই নয়, রজনীগন্ধার ফুলকে মূত্রবর্ধক হিসেবেও মানা হয়। মূত্রাশয়ের প্রদাহ ও প্রস্রাব ধারণের সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য রজনীগন্ধার ব্যবহার উপকারী



এছাড়া, প্রদাহনাশক গুণের কারণে আঘাত বা অন্যান্য কারণে ফোলা কমাতে রজনীগন্ধার তেল ব্যবহার হয়। গাঁটে ব্যথার জন্যও উপকারী।



ত্বক সংক্রান্ত সমস্যায় রজনীগন্ধা ফুল খুবই উপকারী বলে মনে করা হয়। ফুলের নির্যাস ত্বকে লাগালে ব্রণ, বর্ধিত ছিদ্র এবং তৈলাক্ত ত্বক থেকে মুক্তি মেলে।



এছাড়াও রজনীগন্ধাকে মানসিক চাপ কমাতে উপকারী বলেও মনে করা হয়, এই ফুল প্রাকৃতিক স্ট্রেস রিলিভার।



রজনীগন্ধার সুবাস মনকে শান্ত করে, শরীরকে শিথিল করে। যার ফলে উদ্বেগ, চাপ, রাগ এবং বিভ্রান্তি কাটিয়ে ওঠা যায় দ্রুত।



লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
তথ্যসূত্র - আই এ এন এস