অনেক সময়েই টাকা আদানপ্রদান করতে গিয়ে আমাদের হাতে আসে ছেঁড়া নোট।

Published by: ABP Ananda
Image Source: freepik

ছেঁড়া নোট আদপে অচল, তাই অনেকেই তা নিয়ে কী করবেন বুঝতে পারেন না।

Image Source: social media

এমন পরিস্থিতি হলে, যদি ছেঁড়া নোট আপনার হাতে আসে, তাহলে তা কাছাকাছি ব্যাঙ্কে গিয়ে বদলে নিতে পারেন।

Image Source: freepik

আরবিআই এর নিয়ম অনুযায়ী, কেউ যদি ব্যাঙ্কে গিয়ে কোনও ছেঁড়া নোট দেন, তাহলে পরীক্ষা করার পরে ব্যাঙ্ক সেটি বদলে দিতে বাধ্য

Image Source: freepik

যে কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে এই নোট বদলের পরিষেবার সুবিধা আপনি পেতে পারেন।

Image Source: freepik

ব্যাঙ্ক প্রথমে নোটের অবস্থা পরীক্ষা করে, সেটাকে mutilated বা soiled ক্যাটেগরিতে রাখেন

Image Source: freepik

নোটের অবস্থা পরীক্ষা করে তারপরেই ব্যাঙ্ক ছেঁড়া নোট বদলে নতুন নোট দেয়।

Image Source: freepik

তবে ছেঁড়া নোট বদলানোর জন্য সেই নোটের ২টি প্রান্তের নম্বরগুলি স্পষ্ট হতে হবে।

Image Source: social media

ব্যাঙ্ক যদি পরীক্ষা করে বোঝে নোটটি জাল, তাহলে অবশ্য ব্যাঙ্ক সেটি বদলে দেবে না মোটেই।

Image Source: freepik

নোট যদি ২ টুকরো ও হয়ে যায়, তাহলে ২টো টুকরো একসঙ্গে করে ব্যাঙ্কে নিয়ে যান। ব্যাঙ্ক সেটি বদলে দেবে।

Image Source: social media