অনেক সময়েই টাকা আদানপ্রদান করতে গিয়ে আমাদের হাতে আসে ছেঁড়া নোট।
ছেঁড়া নোট আদপে অচল, তাই অনেকেই তা নিয়ে কী করবেন বুঝতে পারেন না।
এমন পরিস্থিতি হলে, যদি ছেঁড়া নোট আপনার হাতে আসে, তাহলে তা কাছাকাছি ব্যাঙ্কে গিয়ে বদলে নিতে পারেন।
আরবিআই এর নিয়ম অনুযায়ী, কেউ যদি ব্যাঙ্কে গিয়ে কোনও ছেঁড়া নোট দেন, তাহলে পরীক্ষা করার পরে ব্যাঙ্ক সেটি বদলে দিতে বাধ্য
যে কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে এই নোট বদলের পরিষেবার সুবিধা আপনি পেতে পারেন।
ব্যাঙ্ক প্রথমে নোটের অবস্থা পরীক্ষা করে, সেটাকে mutilated বা soiled ক্যাটেগরিতে রাখেন
নোটের অবস্থা পরীক্ষা করে তারপরেই ব্যাঙ্ক ছেঁড়া নোট বদলে নতুন নোট দেয়।
তবে ছেঁড়া নোট বদলানোর জন্য সেই নোটের ২টি প্রান্তের নম্বরগুলি স্পষ্ট হতে হবে।
ব্যাঙ্ক যদি পরীক্ষা করে বোঝে নোটটি জাল, তাহলে অবশ্য ব্যাঙ্ক সেটি বদলে দেবে না মোটেই।
নোট যদি ২ টুকরো ও হয়ে যায়, তাহলে ২টো টুকরো একসঙ্গে করে ব্যাঙ্কে নিয়ে যান। ব্যাঙ্ক সেটি বদলে দেবে।