হঠাৎ পায়ে ব্যথা হলে প্রাথমিক সমাধান হল বিশ্রাম নেওয়া

Published by: ABP Ananda

পায়ের তলায় আইসপ্যাক দিতে পারেন, তবে সরাসরি নয় কাপড়ে জড়িয়ে দিতে হবে

Published by: ABP Ananda

আইবুপ্রোফেন বা অ্যাসিটামিনোফেনের মতো ওষুধ ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করতে পারে

Published by: ABP Ananda

পায়ের পাতার ব্যথার কারণ হতে পারে জুতো, তাই পায়ে আরাম দেয় এমন জুতো পরতে হবে

Published by: ABP Ananda

পায়ের সাপোর্টের জন্য কুশন ব্যবহার করতে পারেন

Published by: ABP Ananda

ইপসম লবণ দিয়ে হালকা গরম জলে ভিজিয়ে রাখলে পেশীর ব্যথা কমে এবং ফোলাভাব দূর হয়

Published by: ABP Ananda

পায়ের যেসব জায়গায় ব্যাথা সেখানে মাসাজ করতে হবে

Published by: ABP Ananda

ফোলা কমাতে বিশ্রামের সময় পা উঁচু কিছুর উপর রাখতে পারেন

Published by: ABP Ananda

ঘরেই নিয়মিত স্ট্রেচিং করলে এই ব্যথার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda