গ্রীষ্ম থেকে বর্ষা, বাড়িতে ফ্রিজ নেই, এটা এখনকার দিনে কার্যত ভাবাই যায় না।
তবে ফ্রিজ যতটা প্রয়োজনীয়, ততটাই প্রয়োজনীয় ফ্রিজকে সঠিকভাবে পরিষ্কার আর স্বাস্থ্যসম্মত রাখা। কারণ এখানে খাবার জিনিস থাকে।
কমবেশি সারা বছরই, বিশেষ করে বর্ষাকালে মানুষ ফ্রিজের ভিতরে দুর্গন্ধ হওয়ার সমস্যায় ভোগেন।
ঘরোয়া কয়েকটি টোটকা জানা থাকলেই, দূর হবে ফ্রিজের দুর্গন্ধ। সেগুলো কী কী? আসুন দেখে নিই।
ফ্রিজের দুর্গন্ধ দূর করার, সবচেয়ে ভাল আর সহজ উপায় হল লেবু।
লেবু মাঝখান থেকে কেটে নিয়ে, কয়েকটা টুকরো ফ্রিজের প্রতিটা তাকে রেখে দিন।
লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে যা ফ্রিজে দুর্গন্ধ তৈরি হতে দেয় না।
একটি বাটিতে কিছুটা বেকিং সোডা দিয়ে সেটা ফ্রিজে রেখে দিতে পারেন
বেকিং সোডা ফ্রিজে তৈরি হওয়া দুর্গন্ধ শুষে নিতে সাহায্য করে।
ফ্রিজে খাবার সবসময় এয়ারটাইট পাত্রে রাখুন, কখনোই খোলা রাখবেন না। এতে করে দুর্গন্ধের সমস্যা কমবে