ভাল খারাপ দুই দিকই রয়েছে গরম এবং ঠান্ডা জল ব্যবহারের

Published by: ABP Ananda

গরম জলে স্নান করলে গ্রন্থি উন্মুক্ত হয়, তাতে প্রাকৃতিক ময়শ্চারাইজার শোষণ হয়

Published by: ABP Ananda

আর্দ্রতা বজায় রাখার বজায় রাখার পাশাপাশি গরম জল চুল পরিষ্কার করে সহজেই

Published by: ABP Ananda

লাগাতার এই জল ব্যবহারে চুল রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়

Published by: ABP Ananda

চুলের প্রাকৃতিক তেল ধুয়ে যায় গরম জলের মাধ্যমে

Published by: ABP Ananda

ঠান্ডা জল চুল আর্দ্র রাখে এবং স্ক্যাল্প হাইড্রেট রাখতে সাহায্য করে

Published by: ABP Ananda

গ্রন্থি বন্ধ করে দিতে পারে ঠান্ডা জল, ময়লা এবং অতিরিক্ত তেল মাথার ত্বকে প্রবেশ করা আটকায়

Published by: ABP Ananda

ঠান্ডা জল নিয়মিত ব্যবহার করলে চুল অনেক বেশি মসৃণ হয়

Published by: ABP Ananda

আর্দ্রতা ধরে রাখার প্রবণতা রয়েছে বলে চুল বসে থাকে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda