রোজ সকালে দু থেকে তিনটে আমন্ড খেতে পারেন। কিংবা খেতে পারে দুটো আখরোট। অন্যান্য যেকোনও বাদাম রোজ খেতে পারেন অল্প পরিমাণে।