খেতে বসে গলায় মাছের
কাঁটা আটকে যেতে পারে


তৎক্ষণাৎ কী করা উচিত,
বুঝে উঠতে পারেন না অনেকেই


ডাক্তারের কাছে যান অবশ্যই,
তবে কিছু টোটকা পরখ করতে পারেন


গরম জলে লবণ মিশিয়ে পান
করলে ছোট কাঁটা বেরিয়ে যায়


গলায় মাছের কাঁটা আটকালে
পাকা কলা খেতে পারেন


জোরে জোরে কাশলেও
কাঁটা বেরিয়ে আসে


না চিবিয়ে গিলে খেতে
পারেন মুড়ি বা ভাত


জলে পাউরুটি ভিজিয়ে
সটান দিলে নিতে পারেন


ভিনিগার মেশানো জল পানে
কাঁটা নরম হয়ে নেমে যায়


তবে গলায় কাঁটা বিঁধলে
ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে


তাই অবশ্যই ডাক্তার
দেখান এমন সমস্যায়