স্বাস্থ্যকর স্যুপ হোক
বা পছন্দের চাউমিন


মাশরুম এখন প্রায়
সবার হেঁশেলেই থাকে


খাওয়ার উপযোগী কোনটি,
কোনটি বিষাক্ত মাশরুম


এই লক্ষণগুলি
দেখে চিনে নিন


বিষাক্ত মাশরুম রঙিন হয়,
লাল, কমলা, হলুদ, ধূসর হয়


গায়ে আঁশের মতো,
গুটি গুটি দাগ থাকে


বিষাক্ত মাশরুম
খসখসে প্রকৃতির হয়


ছাতার মতো দেখতে,
ডাঁটিতে গোল দাগ


বাদামি হয়ে যাওয়া
মাশরুম এড়িয়ে চলুন


মাশরুম থেকে গন্ধ বেরোলে
তা খাওয়া উচিত নয়


একেবারে উল্টোনো U
আকারের হলে সতর্ক হোন


ভাল জায়গা থেকেই কিনুন মাশরুম,
পরামর্শ নিন বিশেষজ্ঞের