Image Source: Freepik

বাড়িতে অনেকসময় দেখা যায় চালে পোকা ঘুরছে।

Image Source: Freepik

চাল ভাল করে ধুলেও তা থেকে পোকা যেতে চায় না।

Image Source: Freepik

পোকা বেছে চাল রান্না করা খুবই কঠিন হয়ে দাঁড়ায়।

Image Source: Freepik

কীভাবে বাড়িতে পোকার থেকে চালকে ভাল রাখা যায় ?

Image Source: Freepik

বড় স্টিলের ড্রামে চাল রাখলে পোকা ধরার সম্ভাবনা কম থাকে।

Image Source: Freepik

অনেকে আবার চালের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রাখেন।

Image Source: Freepik

কেউ কেউ আবার চালের মধ্যে রেখে দেন তেজপাতা।

Image Source: Freepik

চাল যে পাত্রে রাখছেন সেটা ভাল করে ধোয়া-মোছা করা দরকার।

Image Source: Freepik

চালে পোকা ধরলে তা রোদে রেখে দিলে কিছু সময়ের মধ্যে পোকা চলে যায়।

Image Source: Freepik

চালের মধ্যে রসুন, লবঙ্গ রেখে দিলেও পোকা ধরবে না। ডিসক্লেমার- এই লেখা কেবলমাত্র তথ্যস্বরূপ। কোনও পরামর্শ এর মাধ্যমে দেওয়া হয়নি।