রং ছাড়া হোলির দিন কাটে নাকি ? অনেকেই রং তোলার ভয়ে হোলি খেলেন না।



তবে রং যাতে গায়ে, চুলে বা নখে কম বসে যায় তার উপায় আছে অনেক।



রাসায়নিক রং অনেকেই ব্যবহার করেন। কিন্তু ত্বক ও চুলকে সেভাবে তৈরি রাখতে হবে।



গা অতিরিক্ত ঘষতে যাবেন না। স্ক্রাব করবেন না বেশি। এতে ত্বকের ক্ষতি হয়।



ফেসওয়াশ ব্যবহার করুন এমন, যা ডিপ ক্লিনজিং করে।



মুখে অলিভ অয়েল বা অয়েল-বেসড সানস্ক্রিন ব্যবহার করে খেলুন।



নখে ব্যবহার করুন গাঢ় নেল পলিশ। তাতে রং নখ অবধি পৌঁছবে না।



শ্যাম্পু ব্যবহার করুন কম ক্ষারযুক্ত। এক বারের জায়গায় তিনবার ব্যবহার করুন।



ঠোঁটে পেট্রোলিয়াম জেলির প্রলেপ লাগিয়ে রাখুন আগে থেকেই।



তবে রং খেলার সময় ভেষজ রংই বেছে নিন যতটা সম্ভব।