রোজ দাঁত মাজা
যেমন অত্যন্ত জরুরি


তেমনই টুথব্রাশ পরিষ্কার
রাখাও প্রয়োজন


১ চামচ হাইড্রোজেন পারক্সাইড
জলে গুলে ভিজিয়ে রাখুন


ব্রাশ ধুয়ে নিয়ে তবেই
আবার দাঁত মাজুন


গরম জলে ধুয়ে
নিতে পারেন টুথব্রাশ


স্যাঁতস্যাঁতে জায়গায়
টুথব্রাশ না রাখাই ভাল


দাঁতমাজার পর অবশ্যই
শুকিয়ে নিন টুথব্রাশ


কারও সঙ্গে টুথব্রাশ
শেয়ার করবেন না


বাথরুমের মধ্যে
টুথব্রাশ না রাখাই ভাল


জ্বর-সর্দিতে কাবু ব্যক্তির থেকে
নিজের ব্রাশ সরিয়ে রাখুন


প্রতি তিন মাস
অন্তর পাল্টান টুথব্রাশ