ভালবাসায় এতটাই ডুবে যাই যে সামনের জনকে চিনতে পারি না
কিন্তু সামনের জনের অনুভূতি ঠিক কী, বোঝা সম্ভব কিছু লক্ষণ দেখে
আপনি প্রাণপাত করলেও সামনের জন যদি সেই নিয়ে উদাসীন হন
একসঙ্গে থাকলেও যদি আপনার প্রতি মনোযোগ না থাকে তাঁর
সিনেমা দেখাই হোক বা কোথাও যাওয়া, কিছুতেই যদি আগ্রহ না থাকে তাঁর
আপনি জীবনে থাকা সত্ত্বেও যদি অন্যের সঙ্গে ফ্লার্টিং চালিয়ে যান তিনি
নিজেকে নিয়েই মগ্ন, আপনার মনজয়ের কোনও চেষ্টাই যদি না করেন
প্রিয় মানুষের সঙ্গে কথা বলার সময় ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়
কিন্তু তিনি যদি আপনার সঙ্গে কথা বলতে ততটাও আগ্রহী না হন!
কথা বলার সময় যদি তিনি আপনার চোখের দিকে না তাকান
ভবিষ্যৎ নিয়ে আলোচনায় যদি অনাগ্রহী হন সামনের জন
অন্য কাউকে আপনার কাছাকাছি দেখে যদি সামান্য অস্বস্তিও না হয় তাঁর
আপনার প্রয়োজনে যদি না পাওয়া যায়, ফোন বা মেসেজের উত্তর যদি না আসে ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।