আঙুর মিষ্টি না টক ? রঙ দেখেই চিনে নিন এভাবে

Published by: ABP Ananda
Image Source: Freepik

প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় আঙুর। কালো এবং সবুজ দুই ধরনের আঙুরই বেশি চলে।

Image Source: Freepik

তবে কেনার আগে না খেয়ে কীভাবে বুঝবেন আঙুর মিষ্টি না টক ?

Image Source: Freepik

লম্বাপানা সরু সরু আঙুর সাধারণত স্বাদে মিষ্টি হয়।

Image Source: Freepik

আঙুরের রঙ অনেক গাঢ় হলে সেটির মিষ্টত্ব বেশি হয়।

Image Source: Freepik

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আঙুর।

Image Source: Freepik

আঙুরের বোঁটা যদি খুব ঘন বাদামি রঙের হয় তাহলে তা খুব একটা টাটকা নয়।

Image Source: Freepik

এই ধরনের আঙুর খুব বেশি মিষ্টি নাও হতে পারে।

Image Source: Freepik

একই জাতের আঙুর হলেও এর মিষ্টত্ব আলাদা আলাদা হতে পারে।

Image Source: Freepik