আঙুর মিষ্টি না টক ? রঙ দেখেই চিনে নিন এভাবে
abp live

আঙুর মিষ্টি না টক ? রঙ দেখেই চিনে নিন এভাবে

Published by: ABP Ananda
Image Source: Freepik
প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় আঙুর। কালো এবং সবুজ দুই ধরনের আঙুরই বেশি চলে।
abp live

প্রায় সারা বছরই বাজারে পাওয়া যায় আঙুর। কালো এবং সবুজ দুই ধরনের আঙুরই বেশি চলে।

Image Source: Freepik
তবে কেনার আগে না খেয়ে কীভাবে বুঝবেন আঙুর মিষ্টি না টক ?
abp live

তবে কেনার আগে না খেয়ে কীভাবে বুঝবেন আঙুর মিষ্টি না টক ?

Image Source: Freepik
লম্বাপানা সরু সরু আঙুর সাধারণত স্বাদে মিষ্টি হয়।
abp live

লম্বাপানা সরু সরু আঙুর সাধারণত স্বাদে মিষ্টি হয়।

Image Source: Freepik
abp live

আঙুরের রঙ অনেক গাঢ় হলে সেটির মিষ্টত্ব বেশি হয়।

Image Source: Freepik
abp live

শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আঙুর।

Image Source: Freepik
abp live

আঙুরের বোঁটা যদি খুব ঘন বাদামি রঙের হয় তাহলে তা খুব একটা টাটকা নয়।

Image Source: Freepik
abp live

এই ধরনের আঙুর খুব বেশি মিষ্টি নাও হতে পারে।

Image Source: Freepik
abp live

একই জাতের আঙুর হলেও এর মিষ্টত্ব আলাদা আলাদা হতে পারে।

Image Source: Freepik