হার্ট অ্যাটাক হওয়ার ঠিক আগের মুহূর্তে শরীরে একাধিক অস্বস্তি হতে পারে।



কোন কোন লক্ষণ দেখলেই বুঝতে হবে যে হার্ট অ্যাটাক হতে পারে, জেনে নিন।



হার্ট অ্যাটাক হওয়ার ঠিক আগের মুহূর্তে বুকে আপনি তীক্ষ্ণ চিনচিনে একটা ব্যথা অনুভব করতে পারেন।



শুধু বুকে নয়, হাতেও ব্যথা হতে পারে। কার্যত হাত অবশ হয়ে যেতে পারে।



হার্ট অ্যাটাক হওয়ার আগের মুহূর্তে বুকে এবং হাতের পাশাপাশি কাঁধেও তীব্র যন্ত্রণা অনুভব করতে পারেন।



আচমকাই শরীরে খুব ঘাম হতে শুরু করলে, শরীরে অস্থির অস্থির লাগলে বুঝতে হবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে।



হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকলে রক্ত সঞ্চালনে বাধা সৃষ্টি হয়। তার ফলে আচমকা মাথা ঘুরে যেতে পারে। মাথা ঝিমঝিম করতে পারে।



হার্ট অ্যাটাক হওয়ার ঠিক আগের মুহূর্তে চোখে অন্ধকার দেখতে পারেন আপনি। গা-গোলানো, বমিভাবও হতে পারে।



হার্ট অ্যাটাক হওয়ার আগে আপনার চোয়ালে ব্যথা হতে পারে। পিঠেও তীব্র যন্ত্রণা হতে পারে। পেটে ব্যথা অনুভব করতে পারেন।



হার্ট অ্যাটাক হওয়ার আগে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হতে পারে। আচমকাই ভীষণ ক্লান্তি লাগতে পারে আপনার।