ত্বক এবং চুলের যত্নে দারুণ ভাবে কাজে লাগে অ্যালোভেরা। তাই অনেকেই বাড়িতে অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকেন। এই গাছের সঠিক ভাবে যত্ন প্রয়োজন। গরমের দিনে আপনার বাড়িতে থাকা অ্যালোভেরা গাছের কীভাবে যত্ন করবেন, তার জন্য জেনে নিন সহজ কিছু টিপস। যে টবের মধ্যে অ্যালোভেরা গাছ লাগাচ্ছেন সেখানে মাটি এমন ভাবে দিতে হবে যেন তার ভিতরে জল, বাতাস ভালভাবে পৌঁছতে পারে। মাঝারি সাইজের টবে বা পাত্রে রাখুন অ্যালোভেরা গাছ। মাটির সঙ্গে মিশিয়ে নিন কোকোপিট। তার ফলে উর্বরতা বাড়বে এই মাটির। অ্যালোভেরা সাকুলেন্ট জাতীয় উদ্ভিদ। নিজের মধ্যে জল সঞ্চয় করে রাখতে পারে। তাই উষ্ণ এবং শুষ্ক আবহাওয়াতেও এই গাছ বেঁচে থাকতে পারে। প্রতি দু'দিনে একবার অ্যালোভেরা গাছে জল দিলেই হবে। প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত জল দেওয়া হলে অ্যালোভেরা গাছের শিকড় পচে যাবে। যেহেতু অ্যালোভেরা গাছ উষ্ণতা বা তাপমাত্রা সহ্য করতে পারে তাই এই গাছ রাখতে পারেন বারান্দা, ছাদ কিংবা রোদ আসে এমন জানলার পাশে। শুধু উষ্ণতা নয় আর্দ্রতাও সহ্য করতে সক্ষম অ্যালোভেরা গাছ। তাই আবহাওয়ায় আর্দ্রতা বেশি থাকলে অ্যালোভেরা গাছে বেশি জল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই। সঠিকভাবে অ্যালোভেরা গাছের বৃদ্ধির জন্য পর্যাপ্ত তাপমাত্রা প্রয়োজন। তাই আপনি এই গাছ সূর্যালোকে রাখতে পারেন। বাড়ির ছাদ, বারান্দা, জানলার ধার- রাখুন গাছ। অ্যালোভেরা গাছ যাতে সঠিক মাত্রায় বেড়ে ওঠে তার জন্য বিশেষ ভাবে কোনও যত্নের প্রয়োজন নেই। সাধারণ কিছু নিয়ম মানলেই গরমের দিনে ভাল থাকবে গাছ।