মাড়ির আঘাত নিয়ে জেরবার? ঘরোয়া উপায় এর সমাধান সম্ভব



ব্যবহার করতে পারেন নুন জল



মাড়ি বা মুখের ভেতরে আঘাত লাগলে রক্তপাত হতে থাকে, প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে তারপর নুন জল দিয়ে মুখ ধুতে হবে



মুখের ভেতরের আঘাত নির্মূল করতে পারে ঠান্ডা কোনও খাবার, যার মধ্যে অন্যতম আইসক্রিম



খাওয়ার পাশাপাশি নির্দিষ্ট যে জায়গায় ব্যথা সেখানেও আইসক্রিম দেওয়া যেতে পারে



এই ধরনের ব্যথা বা আঘাত নির্মূল করতে পারে রসুনও



রসুন ব্যাক্টেরিয়া নির্মূল করে সংক্রমণের আশঙ্কা কমায়



মুখের ব্যথা নিরাময়ে কার্যকরী হতে পারে অ্যাপল সিডার ভিনিগার



অল্প জলের সঙ্গে এই ভিনিগার মিশিয়ে মুখ ধুতে পারেন, এতে ব্যাক্টেরিয়া দূর হতে পারে



কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।