বর্তমানে ফেস মিস্ট একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রসাধনী। এটা ছাড়া এখন বাইরে বেরোন না অনেকেই।
বাইরে বেরোলে সবসময় মুখ ধোয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে ফেস মিস্টের কয়েকটা স্প্রে ফিরিয়ে আনতে পারে মুখের সতেজতা ও আর্দ্রতা।
বাজারে বিভিন্ন ফেস মিস্ট পাওয়া যায়, তবে তার দাম অনেকটাই বেশি। পাশাপাশি এতে রাসায়নিক ও থাকতে পারে।
গরমে ফেস মিস্টের ব্যবহার বেশি জনপ্রিয়, তবে শীতকালে ত্বক আর্দ্র আর সজীব রাখতেও এর জুড়ি মেলা ভার।
রাসায়নিক এড়াতে বাড়িতেই আপনি বানিয়ে নিতে পারেন ফেসমিস্ট, জানেন কীভাবে?
প্রথমে একটি বাটিতে কিছুটা গোলাপ জল নিন, এতে মিশিয়ে দিন এক চতুর্থাংশ অ্যালোভেরা জেল।
এরপরে এই মিশ্রণে মিশিয়ে নিন শসার রস আর গ্রীন টি।
এবার ওই মিশ্রণে কয়েক ফোঁটা এসেন্সিয়াল অয়েল দিন, ডিস্টিলড ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন
এরপরে মিশ্রণটি পরিষ্কার বোতলে ভরে ফ্রিজে রেখে দিন, বেরনোর সময় ব্যাগে নিয়ে নিন।
দিনে ৩-৪ বার, ত্বকের ২০–২৫ সেন্টিমিটার দূর থেকে স্প্রে করে নিন।