রোজ সকালে একঘেয়ে ওটস খেতে ভাল লাগছে না? স্বাস্থ্যকর ওটস দিয়েই বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপিগুলি।

Published by: ABP Ananda
Image Source: Canva

ওটস আর ডালিয়া মিশিয়ে খিচুড়ির মতো করে রান্না করুন, ইচ্ছে হলে যোগ করে দিল পছন্দমতো সবজি। একদিকে যেমন স্বাস্থ্যকর, অন্যদিকে ভরবে পেট ও।

Image Source: Pinterest/ dassanasvegrecipes

ওটস কিছুক্ষণ ভিজিয়ে রাখুন, ফুলে উঠলে নুন মশলা আর পছন্দ মতো সবজি দিয়ে ব্যাটার পাতলা করে কড়ায় ছড়িয়ে দিয়ে ভেজে তুলুন

Image Source: Pinterest/ cookwithmanali

ওটস গুঁড়ো করে নিন, সঙ্গে মেথি শাক মিশিয়ে আটার মতো করে মেখে নিন। পাতলা করে বেলে পরোটার মতো করে ভেজে তুলুন

Image Source: Pinterest/ jagrutiscookingodyssey

চালের গুঁড়োর বদলে যোগ করুন ওটস গুঁড়ো। এরপরে পদ্ধতি মেনে ইডলি তৈরি করে নিন।

Image Source: Pinterest/ cookwithmanali

সবজি ও কাজু কিশমিশ যোগ করে, সুজির বদলে ওটস দিয়ে বানিয়ে ফেলতে পারেন ঝুরঝুরে উপমা। তবে বেশি জল দেবেন না।

Image Source: Pinterest/ hebbarskitchen

ওটসের সঙ্গে সবজি যোগ করে তৈরি করে ফেলুন ওটস উত্থাপাম। যেমন সুস্বাদু, তেমন ভরবে পেট ও।

Image Source: Pinterest/ sameerashums03

ওটস ডালের সঙ্গে মিশিয়ে নিন মুড ডাল, এটিকে টোস্টের মতো করে ভেজে তুলুন। যোগ করে নিন সবজি।

Image Source: Pinterest/ vegehomecooking

চিলার নিয়মেই চৌকো চৌকো আকারে ওটসের ব্যাটার ভেজে নিন। ভিতরে পনির আর সবজির পুর দিয়ে স্যান্ডউইচ তৈরি করুন।

Image Source: Pinterest/ healthykadai

শুকনো খোলায় ওটস ভেজে নিন, সঙ্গে বাদাম, চানাচুর মিশিয়ে তৈরি করে নিন ওটস চাট।

Image Source: Pinterest/ swasthi