তিল বা আঁচিল নিয়ে মাথাব্যথা আমাদের বড় একটা থাকে না। কিন্তু অনেক সময় চা চিন্তার কারণ হয়ে ওঠে।



পাত্তা না দেওয়া আঁচিলই পরবর্তী কালে বিপজ্জনক হয়ে উঠতে পারে।



একথা ঠিকই, বেশিরভাগ আঁচিলই নন-ক্যান্সারাস। তবে কেন আঁচিল ক্যান্সারের লক্ষণ জানতে হবে।



বেশিরভাগ আঁচিল কিন্তু নন-ক্যান্সারাসই হয়, যার বেশিরভাগই জন্ম থেকে শরীরে থাকে।



। আবার কিছু আঁচিল টিন-এজ-এ হয়ত বের হয়, আবার কালের নিয়মে মিলিয়ে যায়।



পিগমেন্ট মেলানোসাইট দিয়ে তৈরি একেকটি মোল।



মোল যদি আকারে বড় হতে শুরু হয় তাহলে কিন্তু চিন্তার বিষয়।



আঁচিল যদি একদিক বৃত্তাকার, অন্যদিক বেশি ছড়ানো হয়, তাহলে চিন্তার বিষয় ।



কিন্তু যদি আঁচিলটি অমসৃণ বা বর্ডার খাঁজকাটা হয়, তাহলে চিন্তার বিষয়।



তিল যদি সময়ের সঙ্গে সঙ্গে রং বদলায় তাহলে চিন্তার বিষয়।



তিলের উপরের স্তর যদি খসখস করে বা চুলকোয়, বা রক্ত বের হয়, তাহলে কিন্তু চিন্তার বিষয় ।