ত্বকের পরিচর্যায় লেবুর রস একটি গুরুত্বপূর্ণ উপকরণ। পাতিলেবুর রস আমাদের ত্বকের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে। কিন্তু এই লেবুর রস সরাসরি যদি আপনি ত্বকে ব্যবহার করে ফেলেন তাহলে বিপদ বাড়বে। তাই সতর্ক থাকা জরুরি। লেবুর রস কখনই সরাসরি ত্বকে ব্যবহার করা যাবে না। কারণ এর মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড যা ত্বক পুড়িয়ে দেয়, কালচে দাগ তৈরি করে। লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করলে অ্যালার্জি, র্যাশ হতে পারে। ত্বক লালচে হয়ে যেতে পারে। অস্বস্তি বোধ করতে পারেন আপনি। মূলত লেবুর রসে অ্যাসিড থাকার কারণেই এইসব সমস্যা লক্ষ্য করা যায়। ত্বক রুক্ষও করে দিতে পারে। দেখা দিতে পারে আরও অনেক অসুবিধা। তাই লেবুর রস সবসময় কোনও কিছুর সঙ্গে মিশিয়ে তারপর ত্বকে ব্যবহার করা প্রয়োজন। মধু, অ্যালোভেরা জেল, টকদই, চিনি- এইসব উপকরণের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে বাড়িতেই আপনি তৈরি করতে পারবেন ফেসপ্যাক এবং ফেস স্ক্রাব। ত্বকের পরিচর্যার ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ উপকরণ গোলাপজল। এর সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন আপনি। লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জেল্লা ফেরায়। দূর করে কালচে দাগছোপ। কমায় ব্রনর সমস্যা। লেবুর রসের সাহায্যে ত্বকের তেলতেলে ভাবও কমানো সম্ভব। ত্বকের মরা কোষ ঝরাতে স্ক্রাবিংও করা যায় এই লেবুর রস দিয়েই।