ত্বকের পরিচর্যায় লেবুর রস একটি গুরুত্বপূর্ণ উপকরণ। পাতিলেবুর রস আমাদের ত্বকের একাধিক সমস্যা দূর করতে সাহায্য করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কিন্তু এই লেবুর রস সরাসরি যদি আপনি ত্বকে ব্যবহার করে ফেলেন তাহলে বিপদ বাড়বে। তাই সতর্ক থাকা জরুরি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লেবুর রস কখনই সরাসরি ত্বকে ব্যবহার করা যাবে না। কারণ এর মধ্যে রয়েছে স্যালিসাইলিক অ্যাসিড যা ত্বক পুড়িয়ে দেয়, কালচে দাগ তৈরি করে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লেবুর রস সরাসরি ত্বকে ব্যবহার করলে অ্যালার্জি, র‍্যাশ হতে পারে। ত্বক লালচে হয়ে যেতে পারে। অস্বস্তি বোধ করতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মূলত লেবুর রসে অ্যাসিড থাকার কারণেই এইসব সমস্যা লক্ষ্য করা যায়। ত্বক রুক্ষও করে দিতে পারে। দেখা দিতে পারে আরও অনেক অসুবিধা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তাই লেবুর রস সবসময় কোনও কিছুর সঙ্গে মিশিয়ে তারপর ত্বকে ব্যবহার করা প্রয়োজন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

মধু, অ্যালোভেরা জেল, টকদই, চিনি- এইসব উপকরণের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে বাড়িতেই আপনি তৈরি করতে পারবেন ফেসপ্যাক এবং ফেস স্ক্রাব।

Published by: ABP Ananda
Image Source: Pexels

ত্বকের পরিচর্যার ক্ষেত্রে আর একটি গুরুত্বপূর্ণ উপকরণ গোলাপজল। এর সঙ্গে লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের জেল্লা ফেরায়। দূর করে কালচে দাগছোপ। কমায় ব্রনর সমস্যা।

Published by: ABP Ananda
Image Source: Pexels

লেবুর রসের সাহায্যে ত্বকের তেলতেলে ভাবও কমানো সম্ভব। ত্বকের মরা কোষ ঝরাতে স্ক্রাবিংও করা যায় এই লেবুর রস দিয়েই।

Published by: ABP Ananda
Image Source: Pexels