পাচনতন্ত্রে লিভার অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। পাঁচ থেকে ছয় শতাংশ চর্বি শোষণ করতে পারে যকৃত।



লিভারে বেশি চর্বি জমা হলে তা বিপজ্জনক। ফ্যাটি লিভারের সমস্যা দেখা দিতে পারে।



ঠিক সময় ফ্যাটি লিভার ধরা না পড়লে তা সিরোসিস অফ লিভারের দিকে গড়াতেই পারে।



ফ্যাটি লিভারের ঝুঁকি কারও কারও একটু বেশিই। দেখে নিন সেই তালিকা।



যাঁরা ওবেসিটির সমস্যায় ভোগেন, তাঁদের এই অসুখের সম্ভাবনা বেশি।



ডায়াবেটিস অনেক রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। তার মধ্যে ফ্যাটি লিভারের আশঙ্কাও বাড়ায় ডায়াবেটিস



খারাপ কোলেস্টেরল বা এলডিএল-এর মাত্রা বেড়ে গেলে সতর্ক হতে হবে।



প্রস্রাবের রং হলুদ ? অতিরিক্ত দুর্গন্ধ? পরীক্ষা করান। হতে পারে লিভারেরই সমস্যা।



উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে সতর্ক হোন। ক্রনিক হজমের সমস্যা থাকলেও সাবধান হয়ে যান।



ওজন বেড়েই চলেছে ? ভুঁড়ি কমাতে পারছেনই না ? একবার ডাক্তার দেখিয়ে নিন।



ফ্যাটি লিভার স্টেজ ১ বা ২ তে থাকলে সামলে নেওয়া সম্ভব, কিন্তু আরও বেঁকে বসলে কিন্তু সর্বনাশ