দিনে অন্তত দুবার ফেস ওয়াশ দিয়ে মুখ ধুতে হবে, তাতে তেল, ধুলো, ময়লা দূর হবে

Published by: ABP Ananda

শরীর রাখতে হবে হাইড্রেট, দিনে অন্তত আট গ্লাস জল পান করতে হবে

Published by: ABP Ananda

অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে SPF 30 বা তার বেশি SPF যুক্ত সানস্ক্রিন মাখতে হবে

Published by: ABP Ananda

খুব ভারী মেকআপ ব্যবহার করা যাবে না, ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

মুখ পরিষ্কার করতে ব্যবহার করতে হবে ভেজা বা শুকনো টিস্যু পেপার

Published by: ABP Ananda

বারবার ত্বকে হাত দিলে নোংরা লাগে এবং তেল জমতে পারে

Published by: ABP Ananda

ব্রণ হলে তাতে বারবার হাতে গিলে বা ফাটালে তা থেকে আরও বেশি হতে পারে

Published by: ABP Ananda

ত্বকের মৃত কোষ দূর করতে নিয়মিত এক্সফোলিয়েট এবং স্ক্রাবার ব্যবহার করতে হবে

Published by: ABP Ananda

বাজারজাত জিনিস ব্যবহারের বদলে ঘরে ত্বক পরিচর্যার ব্যবস্থা করতে হবে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।