শীত আসছে মানেই ঠোঁট ফাটার মতো সমস্যা শুরু। তাহলে বাজার চলতি লিপ বাম না কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন না!
শীতে আবহাওয়া শুষ্ক হয়ে যায়। যেহেতু আমাদের ঠোঁট ভীষণ স্পর্শকাতর, সেই কারণে ঠোঁট ফাটে ভীষণ তাড়াতাড়ি।
'লিপ বাম' আবহাওয়ার আর্দ্রতা আর ঠোঁটের মধ্যে একটা আস্তরণ তৈরি করে, এর ফলে ঠোঁট শুকিয়ে যায় না, তেলতেলে থাকে।
তবে দোকান থেকে কেনা লিপ বামে অনেক সময়েই অনেক রাসায়নিক পণ্য থাকে যা আপনার ঠোঁটের ক্ষতি করে দিতে পারে।
এবার শীতে, দোকান থেকে লিপ বাম না কিনে, কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন না!
লিপ বাম বানাতে প্রথমেই লাগবে পরিশুদ্ধ মোম এবং নারকেল তেল। ভাল হয় যদি মৌচাক থেকে সরাসরি সংগৃহীত মোম বাড়িতে পরিষ্কার করে নেওয়া যায়।
পাত্রে গরম জল নিয়ে, তার ওপর একটি পাত্রে মোম ও নারকেল তেল রেখে আস্তে আস্তে গলিয়ে ফেলুন।
দুটি জিনিসই সম্পূর্ণ গলে নিয়ে না মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন অনবরত।
লিপ বামে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল যোগ করতে পারেন। এতে সুগন্ধ আসবে আবার উপকারিতাও রয়েছে।
মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা হতে দিন, তারপরে একটি পাত্রে তুলে নিন ও প্রতিদিন ব্যবহার করুন।