চোখের কাজল না তুললে চোখে সমস্যা বাড়বে। তাই সতর্ক হয়ে থাকুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সহজে কাজল তোলার জন্য ক্রিম কিংবা ময়শ্চারাইজার ব্যবহার করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তবে খুব জোরে ঘষে চোখ থেকে কাজল তুলতে যাবেন না। এতে চোট পেতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

চোখের কাজল তোলার জন্য হাতের বদলে তুলো ব্যবহার করুন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাজল খুব গাঢ় হলে, তা তোলার জন্য নারকেল তেলও ব্যবহার করতে পারেন।

Published by: ABP Ananda
Image Source: Pexels

তুলোর মধ্যে নারকেল তেল দিয়ে ভিজিয়ে নিন। তারপর চোখের কাজল মুছে নিতে হবে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

জল দিয়ে ঘষে কাজল তোলার চেষ্টা করবেন না। এতে হিতে বিপরীত হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাজল সবসময় চোখ থেকে তুলে তারপর ঘুমানো উচিৎ। চোখে কাজল রেখে ঘুমানো ক্ষতিকর।

Published by: ABP Ananda
Image Source: Pexels

সবসময় ভাল গুণমানের কাজল ব্যবহার করতে হবে। নাহলে চোখে সমস্যা হতে পারে।

Published by: ABP Ananda
Image Source: Pexels

কাজল তোলার সময় তুলো ছাড়াও নরম কাপড় ব্যবহার করতে পারেন আপনি।

Published by: ABP Ananda
Image Source: Pexels