বর্ষায় টানা বৃষ্টিতে জামাকাপড় শুকানো একটা বড় চ্যালেঞ্জ

Published by: ABP Ananda

পর্যাপ্ত রোদের অভাবে তাই জামায় দুর্গন্ধ হয়, কীভাবে দূর করবেন? 

Published by: ABP Ananda

জামা ভিজে গেলে ওই ভাবেই রেখে দেবেন না, শুকিয়ে নিতে হবে 

Published by: ABP Ananda

জানলার পাশে টাঙিয়ে অথবা ঘরে পাখা চালিয়ে শুকিয়ে নিন ভেজা জামা 

Published by: ABP Ananda

জামা কাচার সময় ভিনিগার এবং লেবুর রস ব্যবহারে দুর্গন্ধ দূর হয় 

Published by: ABP Ananda

কাপড় ধোয়ার সময় অর্ধেক কাপ বেকিং সোডা দিয়ে দিন, প্রাকৃতিকভাবে গন্ধ শুষে নেয় 

Published by: ABP Ananda

এসেন্সিয়াল ওয়েল দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে

Published by: ABP Ananda

জামা শুকিয়ে গেলে ইস্ত্রি করে নিন, এতে গুমো গন্ধ থাকে না 

Published by: ABP Ananda

ইস্ত্রি করার পর এমন জায়গায় রাখুন যেখানে হাওয়া বাতাস খেলে

Published by: ABP Ananda

ডিসক্লেমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

Published by: ABP Ananda