শরীরে সবথেকে বেশি জরুরি এই ভিটামিন, অভাব হলেই বাড়ে সমস্যা

Published by: ABP Ananda
Image Source: Freepik

এই ভিটামিন শরীরের নানাভাবে যত্ন নেয়।

Image Source: Freepik

মানসিক ও শারীরিক বিকাশ, রোগ প্রতিরোধ ক্ষমতা কিংবা হাড়ের জোর বাড়ায় এই ভিটামিন।

Image Source: Freepik

১০ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের মধ্যে এই ভিটামিনের অভাব দেখা যায় অনেক সময়।

Image Source: Freepik

ভিটামিন ডি৩ শরীরে সবথেকে বেশি জরুরি।

Image Source: Freepik

এটি শরীরে ক্যালসিয়াম ও ফসফরাস শোষণে সাহায্য করে, হাড়ের জোর বাড়ায়।

Image Source: Freepik

প্রদাহ কমিয়ে অনাক্রম্যতা বাড়ায় ভিটামিন ডি৩।

Image Source: Freepik

রিকেট রোগ থেকে বাঁচায় এই ভিটামিন।

Image Source: Freepik

সরাসরি সূর্যালোক থেকেই শরীর ভিটামিন ডি৩ তৈরি করে নেয়।

Image Source: Freepik

এছাড়াও তৈলাক্ত মাছ, রেডমিট, ডিমের কুসুমে এই ভিটামিন ভরপুর থাকে।

Image Source: Freepik