শিশুর জন্মের পরে এই লক্ষণগুলি অবহেলা নয়, অজান্তেই বাড়তে পারে স্নায়বিক রোগ

Published by: ABP Ananda
Image Source: Freepik

শিশুর কোনও স্নায়বিক রোগ আছে কিনা তা বাইরে থেকে বুঝতে পারা খুব কঠিন।

Image Source: Freepik

অনেক সময় চেনা লক্ষণও এড়িয়ে যা অনেকে, দরকার পড়ে চিকিৎসকের পর্যবেক্ষণের।

Image Source: Freepik

শিশুর পেশি শক্ত হয়ে থাকলে বা সচলতা কম হলে সতর্ক হওয়া উচিত।

Image Source: Freepik

হঠাৎ করে কেঁপে ওঠা, অকারণে চোখের মণি ঘোরানো ইত্যাদি এপিলেপ্সির লক্ষণ হতে পারে।

Image Source: Freepik

কোনও তরল চুষে খাওয়া বা খাবার গিলে খাওয়াতে সমস্যা হলে স্নায়বিক সমস্যার ইঙ্গিত।

Image Source: Freepik

শিশুর বয়স ২-৩ মাস পেরোলেও প্রতিক্রিয়া যথাযথ না দেখালে সতর্ক হোন।

Image Source: Freepik

২ মাস বয়স হলেও শিশু যদি চোখের দিকে না তাকায় তাহলে স্নায়বিক রোগ থাকতে পারে।

Image Source: Freepik

দেরিতে কথা বলা, বসতে শেখা, বা হামাগুড়ি ইত্যাদিও লক্ষণ হতে পারে স্নায়বিক রোগের।

Image Source: Freepik

কোনওভাবেই বাচ্চার কান্না যদি না থামে, অকারণে কাঁদতে থাকে তাহলেও সতর্ক হওয়া দরকার।

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।

Image Source: Freepik