আসছে গরমকাল। ঘেমেনেয়ে স্নান করার দিন।



সুগন্ধি দিয়ে গায়ের গন্ধ না হয় তাড়ালেন , কিন্তু জামাকাপড়ের গন্ধ?



আঘাম লাগা কাপড় না ধুয়ে রেখে দিলে গন্ধ বের হয়।



ধোয়ার পরও পোশাক থেকে গন্ধ বের হতে পারে।



আর তাতে পাশের বাড়ির মানুষটির সঙ্গে বসাই দায় হয়।



সাথে সাথে না কাচতে পারলে, বাতাসে ঘাম শুকিয়ে তারপর জামা ভাঁজ করা উচিত।



ঘাম লাগা জামা ইস্ত্রি করা ঠিক না। ঘামের দাগ ও গন্ধ, উভয়ই বসে যায়।



ঘামের গন্ধ দূর করতে ভিনিগার খুব কার্যকরী।



অর্ধেক গরম জলে এক গ্লাস ভিনিগার দিন। গন্ধযুক্ত জামাকাপড় এতে ভিজিয়ে দিন।



ঘণ্টাখানেক পর, ধোয়া জামা রোদে শুকাতে দিন।