ফুটন্ত গরম জলে চুল ধুলে তা আরও রুক্ষ হয়ে যায়



চুলের ক্ষতি রোধ করতে ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করা যায়



প্রতিদিন চুল ধোওয়ার পরিবর্তে সপ্তাহে নির্দিষ্ট কয়েকটি দিন চুল ধুতে হবে



অতিরিক্ত চুল ধুলে গোড়া থেকে হালকা হয়ে যায়



সরাসরি শ্যাম্পু চুলে ব্যবহার করার পরিবর্তে আগে অল্প জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন



প্রথমবার চুল ধোওয়ার সময় স্ক্যাল্প আগে ধুতে হবে



শ্যাম্পুর পর কন্ডিশনার ভুললে বড় ভুল হবে, কারণ কন্ডিশনার চুলকে ময়শ্চারাইজ করে



শ্যাম্পু করার পর ২ থেকে ৩ মিনিট কন্ডিশনার দিয়ে রেখে তা ধুয়ে ফেলতে হবে



ভেজা চুল জোরে জোরে মুছলে তাতে চুল ছিঁড়ে যায়



ধীরে ধীরে অতিরিক্ত জল চুল থেকে বের করে দিতে হবে, তারপর স্বাভাবিকভাবে চুল শুকিয়ে নিতে হবে